“আমরা টুঙ্গিপাড়াবাসী” ফেসবুক গ্রুপের নিয়ম কানুন বা ফেসবুক গ্রুপ রুলস : গ্রুপের সকল সদস্য, এডমিন ও মডারেটরদের নিচের নীতিমালা অবশ্যই মেনে চলতে হবে : –
১। গ্রুপের সবাই সম্মানিত মেম্বার। যেহেতু কেউ কাউকে চিনেনা সেহেতু সবাইকেই আপনি বলে সম্ভোধন করতে হবে। তবে এরুপ ক্ষেত্রে যারা পুর্ব থেকেই পরিচিতি তারা নিজ নিজ সুবিধা অনুযায়ী সম্ভোধন করতে পারবেন।
২। কোন মেম্বারকে হেয় প্রতিপন্ন করা যাবে না। কোন মেম্বারকে নিয়ে হাস্য.তামাশা,উস্কানীমূলক মন্তব্য, এমন কথা যাতে কেউ কষ্ট পেতে পারে তা সম্পুর্ণভাবে নিষিদ্ধ।
৩। এই গ্রুপে অন্য কোন প্রকার পেইজ, ওয়েব সাইট, অন্য গ্রুপের লিঙ্ক শেয়ার করা যাবে না । আর যদি দিতেই হয় তাহলে এডমিন এর সাথে আলোচনা সাপেক্ষে যদি অনুমতি দেয়।
৪। কোন রক্তমাখা ছবি বা ভিডিও, যেমন এক্সিডেন্টের ছবি, মারামারি, রক্তপাত এই সব টাইপের ছবি বা ভিডিও গ্রুপে পোষ্ট দেয়া সম্পূর্ন নিষিদ্ধ।
৫। কোন ব্যাক্তি বা কোন পেজ থেকে কপি করা পোষ্ট বা ভিডিও গ্রুপে দিলে অবশ্যই যার থেকে কপি করছেন তার নাম পোষ্টের একবারে নিচে উল্লেখ করে দিবেন।
৬। মানুষের জন্য উপকারি আর্টিকেল যেমন কর্মসংস্থানের সুযোগ, প্রশিক্ষন, সচেনতা মুলক, ইতিহাস, ঐতিয্য ইত্যাদি এই টাইপের পোষ্ট দেয়া যাবে।
৭। বড় পোষ্ট করার ক্ষেত্রে অবশ্যই শিরোনাম দিতে হবে। শিরোনামে যেন বিষয়বস্তু প্রকাশ পায় এবং এতে মানুষের পড়তে আগ্রহ জাগে।
৮। গালি গালাজ করা, অশালীন ভাষায় মন্তব্য করা টিজিং করা সম্পুর্ণ নিষিদ্ধ।
৯। যারা এখানে সুন্দর সুন্দর কথা বলবে কিন্তু অন্য জায়গায় গিয়ে আমাদের বদনাম করবে তাদের দেখা মাত্রই চিরতরে গ্রুপ থেকে আউট করা হবে।
১০। কোন ধর্মকে অবমাননা করে পোষ্ট, কমেন্ট করা সম্পুর্ণ নিষিদ্ধ।
পরিশেষে “আমরা টুঙ্গিপাড়াবাসী” ফেসবুক গ্রুপকে একটি সুস্থ, সুন্দর ও স্প্যাম মুক্ত পরিবেশ গড়ে তুলুন। এডমিনগণ যে কোন ধারা সংযোজন, বিয়োজন, বাতিল করিবার ক্ষমতা সংরক্ষণ করেন।
Design & Developed By: RTD IT ZONE
Leave a Reply