১৯৬৬ সালের আজকের এই দিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় টুঙ্গিপাড়ার শেখ পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। তিনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার খালাতো ভাই।
রাজনীতিতে না জড়ালেও জনহিতৈষী ও জনকল্যাণকর কাজেও সব সময় ভূমিকা রেখে আসছেন তিনি। মুক্তিযুদ্ধের চেতনা ও গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন-সংগ্রামে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাসহ টুঙ্গিপাড়া আওয়ামী লীগের পাশে থেকে অনুপ্রেরণা, সহায়তা দিয়ে যাচ্ছেন শেখ সাইদুল ইসলাম। তার সহধর্মনী শেখ মিলি ধানমন্ডি থানা মহিলা আওয়ামী লীগের সভাপতি। নিজ কর্ম এবং যোগ্যতার মাপকাঠিতে টুঙ্গিপাড়াবাসীর সকলের মধ্যমনি হয়ে উঠেছেন শেখ সাইদুল ইসলাম।
ঢাকায় বসবাসরত টুঙ্গিপাড়ার সকল অধিবাসীকে তিনি পরম মমতায় আগলে রাখেন, সকল সমালোচনার উর্ধ্বে থেকে যিনি সকল সদস্যের আস্থার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন, শেখ পরিবারের অন্যতম সদস্য, টুঙ্গিপাড়াবাসীর ভালোবাসার বটবৃক্ষ শেখ সাইদুল ইসলাম। “আমরা টুঙ্গিপাড়াবাসীর” সকল সদস্য এডমিন এবং মডারেটরগন জন্মদিনে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে এতর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেছে।
আপনি অনুপ্রেরণা হয়ে আছেন নির্মোহ এবং জনহিতৈষী ব্যক্তিত্ব হিসেবে। শুভ জন্মদিনে “আমরা টুঙ্গিপাড়াবাসী”র পক্ষ থেকে প্রাণঢালা অভিনন্দন, শুভেচ্ছা ও শ্রদ্ধা। এই দিনটিতে আপনার দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করছি।
Design & Developed By: RTD IT ZONE
Leave a Reply