শনিবার, ১৮ মে ২০২৪, ০৮:০৭ পূর্বাহ্ন

ডুমুরিয়া ইউনিয়ন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২০ জানুয়ারী, ২০২২
  • ১৬২ Time View

ডুমুরিয়া ইউনিয়ন বাংলাদেশের গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া উপজেলার একটি ইউনিয়ন।

অবস্থান ও সীমানা

টুংগীপাড়া উপজেলা সদর হতে ১২ কিলোমিটার উত্তর দিকে ডুমরিয়া ইউনিয়ন পরিষদ ভবন অবস্থিত।

ইতিহাস

ডুমরিয়া ইউনিয়নে ২৫০ বৎসর পূর্বে জনবসতি শুরু। হিন্দু সম্প্রদায়ের লোকেরা পুরো চৈত্র মাস শিবাসন বা পাট মাথায় নিয়ে এলাকায় ধর্মীয় জাগ-যজ্ঞাদি ও গান বাজনা করে মাসের শেষে চৈত্র সংক্রান্তিতে পাট পূঁজা বানিল পূঁজা করতেন। সেই পাট পূঁজা থেকে অত্র এলাকার জন্ম হয় ডুমরিয়া গ্রাম। ১৮৯০/১৯০০ সালে ডুমরিয়া গ্রামের নাম অনুসারে এই ইউনিয়নের নাম হয় ডুমরিয়া। ১৯০০ সাল হতে ১৯৪৭ পর্যন্ত ডুমরিয়া ইউনিয়ন বোর্ড নামে পরিচিত ছিল। ১৯৪৭ হতে ১৯৭১ পর্যন্ত ইউনিয়ন কাউন্সিল নামে পরিচিত ছিল।

গ্রাম সমূহ

গ্রাম ১৮টি সংখ্যা

ডুমরিয়া, ভৈরব নগর, কাঠিকগ্রাম, সালুখা, ভিন্নাবাড়ী, তারাইল, নারায়নখালী, কানাইনগর, চিতলীয়া, সড়াবাড়ী, লেবুতলা, বাশবাড়ীয়া, পাকুড়তীয়া, করফা, মধুখালি, চরগোপালপুর, পাতিলঝাপা, পারঝনঝনিয়া।

আয়তন ও জনসংখ্যা

আয়তন- ৭৮৭৮ একর। লোকসংখ্যা- সর্বমোট ২০৭২০ জন। পুরুষ- ১০৭৮১জন, মহিলা- ৯৯৩৯।

শিক্ষা

শিক্ষার হার- ৫২.২৯%।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Advertise

Ads

Address

Office : 2nd Floor, Panthopath, Dhaka.
Mobile : 01712-633600,
Email : info@amratungiparabashi.org
Author: Ashikur Rahman © All rights reserved 2022. Amra Tungipara Bashi

Design & Developed By: RTD IT ZONE